Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যঐতিহাসিক বিজয় দিবসে শহীদ বীর সেনানিদের শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যপালের

ঐতিহাসিক বিজয় দিবসে শহীদ বীর সেনানিদের শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যপালের

একাত্তোরের যুদ্ধে শহীদ বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।সোমবার ৫৩ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর এলবার্ট এক্কা স্মৃতি পার্কে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বীর সেনা জওয়ানদের পরিবার-পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য আধিকারিকরা।

সোমবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস ।এই দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের ৯০ হাজার সেনা। সারা বিশ্বে এটি একটি সর্বাধিক আত্মসমর্পণের ঘটনা ।এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ।১৩ দিনের যুদ্ধ মূলত ছিল ভারত এবং পাকিস্তানের ।এই যুদ্ধে ভারতীয় সেনাদের সহযোগিতা করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের জনসাধারণ ।যুদ্ধে প্রচুর সংখ্যক ভারতীয় সেনার শহিদের মৃত্যু হয় ।পাকিস্তানের সেনাবাহিনীদের ঐতিহাসিক আত্মসমর্পণের এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে ভারত সরকার ।সোমবার এই মহান বিজয় দিবসের ৫৩ তম বার্ষিকী ।এই উপলক্ষে রাজধানীর এলবার্ট এক্কা স্মৃতি পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা, সেনাবাহিনীর এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ।এদিন অ্যালবার্ট এক্কা পার্কের স্মৃতিসৌধে একাত্তরের যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান ,একাত্তরের যুদ্ধে ভারতীয় সেনা জওয়ানদের কৃতিত্ব ভুলবেনা ভারতবাসী। ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের ৯০ হাজার সৈন্য কোন যুদ্ধে এত বিশাল সংখ্যক সেনার আত্মসমর্পণের ঘটনা নজিরবিহীন। এই দিনে শহীদ সেনাদের পরিবার হরিজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তিনি।

এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে বীর শহীদ সেনা জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য