Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্য৪ জানুয়ারি থেকে নব দিগন্তের পঁচিশ তম শিশু উৎসব শুরু

৪ জানুয়ারি থেকে নব দিগন্তের পঁচিশ তম শিশু উৎসব শুরু

আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজধানীর নব দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ২৫ তম শিশু উৎসব। ডক্টর বি আর আম্বেদকর স্কুল ময়দানে ৪ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই শিশু উৎসব। শিশু উৎসবে নাচ ,গান, আবৃত্তি ,সংগীত, খেলাধুলা ,যোগাসন ,মার্শাল আর্ট প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন থাকছে।

এবছর ২৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে রাজধানীর নব দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিশু উৎসব। শিশু উৎসবের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এ বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি বিকেল চারটা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ২৫ তম শিশু উৎসব শুরু হবে। দশ দিনব্যাপী এই শিশু উৎসবে রবীন্দ্র ও নজরুল সংগীত, নৃত্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র ,তবলা, লহরা, শাস্ত্রীয় সংগীত ,সমবেত নৃত্য, খেলাধুলা ,মার্শাল আর্ট ও যোগাসন ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।শিশু উৎসবের নাম নথিভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন নব দিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা ।এদিন এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান সংস্হার সভাপতি।

সাংবাদিক সম্মেলনে নব দিগন্ত সামাজিক সং ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা জানান, এই শিশু উৎসবে অংশগ্রহণকারীদের আগামী ২০ ডিসেম্বর থেকে নাম নথিভুক্ত করণের জন্য ফর্ম সংগ্রহ করতে হবে। ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সংস্থার কার্যালয়ে ফর্ম পাওয়া যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ দিন 30 ডিসেম্বর ।৩ থেকে ১৪ বছর পর্যন্ত শিশু ও বালক বালিকারা এই শিশু উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স গণনা করা হবে 31 ডিসেম্বর ২০২৪ ইংরেজি অন্তিম সীমা ধরে। রেজিস্ট্রেশন ফি লাগবে কুড়ি টাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য