সার্বিক উন্নয়নের পথে এগুচ্ছে দেশ এবং রাজ্য। শনিবার বিধানসভায় বিধানসভা কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বললেন কৃষিমন্ত্রী রতনলনাথ এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ,উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ,মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা।
বিধানসভার কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার ।বিধানসভার কনফারেন্স হলে হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ,উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ,মুখ্য সচেতক কল্যাণী রায় ।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন ,বিধানসভা এবং লোকসভা গণতন্ত্রের পিঠস্থান। এই সমস্ত দপ্তরের কর্মচারীদের সংগঠন থেকে অন্যান্য দপ্তরের কর্মচারীদের সংগঠন অনেকটাই পৃথক। তিনি জানান, দেশের সাথে এগিয়ে চলছে ত্রিপুরা রাজ্য। এই প্রসঙ্গে তথ্য দিয়ে মন্ত্রী জানান ,পূর্ণাঙ্গ রাজ্যের প্রথম বাজেট ছিল মাত্র ৬৩ কোটি টাকার ।বর্তমানে চলতি অর্থবছরে রাজ্যের বাজেট ২৭ হাজার কোটি টাকা ।তিনি আরো বলেন ,বর্তমানে ভারত পাঁচ নম্বর অর্থনৈতিক দেশ হলেও দ্রুত এগিয়ে চলছে ।বিভিন্ন রাষ্ট্রের জিডিপি হার তুলনা করলে এর প্রমাণ মেলে ।তিনি বলেন, দেশের এই অর্থনৈতিক অগ্রগতির কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি আরো জানান, দেশের সাথে রাজ্য এগিয়ে চলছে। বর্তমানে রাজ্যের গ্রোথ রেট ১৪.২১ শতাংশ ।ত্রিপুরার চেয়েএই ক্ষেত্রে অনেক পিছিয়ে অন্ধপ্রদেশ ,উত্তর প্রদেশ ,মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যগুলি ।মন্ত্রী বলেন ,রাষ্ট্র বাদ এর উপর আর কোন বাদ নেই ।দেশ থাকলেই মানুষের অস্তিত্ব থাকবে, নতুবা নয়।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ও বলেন দেশের সাথে রাজ্য প্রায় সমানতালে এগিয়ে চলছে ।গত সাত বছরে রাজ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে ।এই ক্ষেত্রে পরিসংখ্যান দিয়ে তিনি জানান ,৭ বছর আগে রাজ্যের রপ্তানির পরিমাণ ছিল মাত্র সাত কোটি টাকা। বর্তমানের তা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ কোটি টাকা। মন্ত্রী বলেন ,এতে প্রমাণ হয় যে রাজ্যের উৎপাদন বাড়ছে। রাজ্য অর্থনৈতিকভাবে এগুচ্ছে। প্রথম বারের মতো দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার কর্মচারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।