দেশের বরেণ্য কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের মিউজিক্যাল কনসার্ট নিয়ে যথেষ্ট সক্রিয় রাজ্য পুলিশ। স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম এবং সংলগ্ন এলাকায় থাকছে ৭০০ টি এস আর জওয়ান, ৫০ জন সিআরপিএফ সহ প্রচুর পুলিশ। ড্রোন ব্যবহার করে তীক্ষ্ণ নজর রাখবে পুলিশ । শনিবার দুপুরে স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন শেষে এই কথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে।
শনিবার পর্যটন দপ্তরের টুরিজম প্রমোফেস্টের সমাপ্তি অনুষ্ঠান তথা মিউজিকাল কনসার্ট ।এই মিউজিকাল কনসার্টে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য কন্ঠ শিল্পী শ্রেয়া ঘোষাল ।এছাড়াও থাকবেন ইন্ডিয়ান আইডল খ্যাত রাজ্যের সংগীত শিল্পী সুরভী দেববর্মা। এই মিউজিকাল কনসার্ট কে কেন্দ্র করে রাজ্য জুড়েই জনমনে প্রচুর উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ।সেই দিকটি মাথায় রেখে মিউজিকাল কনসার্ট কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন। শনিবার দুপুর থেকেই স্বামী বিবেকানন্দ ময়দান নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে রাজ্য পুলিশ। নিরাপত্তা রক্ষার্থে মাঠে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ব্রিফিং করেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। খতিয়ে দেখেন বিভিন্ন ব্যবস্থা ।পুলিশ ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান ,শ্রেয়া ঘোষালের মিউজিকাল কনসার্ট কে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ মাঠ এবং সংশ্লিষ্ট এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় ৭০০ জন টি এস আর জোয়ান ,৫০ জন সিআরপিএফ এবং প্রচুর পরিমাণ রাজ্য পুলিশ ।তিনি আরো জানান ,এরপরও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ড্রোন ব্যবহার করা হবে ।স্বামী বিবেকানন্দ মাঠমুখী সমস্ত সড়কপথে ব্যাপক নজরদারি রাখা হবে। পার্কিং এর বিষয়টি নিয়ে এস পি ট্রাফিক নিজে দেখভাল করছেন বলে জানান তিনি। পশ্চিম জেলার পুলিশ সুপার আরো জানান ,এম্বুলেন্স এবং ইমার্জেন্সি যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, রাত দশটা পর্যন্ত চলবে সংগীত অনুষ্ঠান।
উল্লেখ্য কনসার্ট কে কেন্দ্র করে তিন ধরনের পাসের ব্যবস্থা করেছে পর্যটন দপ্তর। গেরুয়া পাস নিয়ে পরিবহন দপ্তরের অফিসের বিপরীত দিকের গেইট দিয়ে মাঠে প্রবেশ করবেন ভি আই পি দর্শকরা ।ভিয়াইপি রোড সংলগ্ন প্রবেশ পথ দিয়ে সবুজ রংয়ের পাস নিয়ে মাঠে উপস্থিত হতে পারবেন দর্শকরা ।এছাড়া স্বামী বিবেকানন্দের স্ট্যাচু সংলগ্ন ফটক এবং আকাশবাণী আগরতলার বিপরীতমুখী ফটক দিয়ে পিঙ্ক কালারের কার্ড নিয়ে মাঠে ঢুকতে পারবেন সংশ্লিষ্ট দর্শকরা। জানা গেছে বিকেল সাড়ে পাঁচটার সাথে সাথে শুরু হয়ে যাবে কনসার্ট ।প্রথমে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা ।প্রায় এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে মিউজিকাল কনসার্ট।