গত ৯ই আগস্ট আর জি কর কলেজ চত্বরে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথকে। সেই ঘটনার পর গোটা পশ্চিমবাংলা জুড়ে চলেছিল আন্দোলন সাধারণ মানুষ ও ডাক্তারদের বিভিন্ন সংগঠনের দ্বারা , পশ্চিম বাংলার রাজপথ দখল নিয়েছিল তাদের আন্দোলন। এমনকি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার সময়ও থেমে ছিল না আন্দোলন। তাছাড়া এই আন্দোলনকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলো জুনিয়র ডাক্তাররা তাদের আমরণ অনশন কর্মসূচির মধ্য দিয়ে। তার কিছুদিন পর এই ঘটনার অভিযুক্ত কলেজের অধ্যাপক ও তার সাথীদের গ্রেপ্তার করে পুলিশ , সুয়োমুটো মামলা নেই আদালত , কেন্দ্রীয় প্রশাসন সিবিআইও মামলা তুলে নেই হাতে। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন মামলা মোকদ্দমা চলার পর অবশেষে আর জি কর ঘটনার সাথে জড়িতদের জামিন মঞ্জুর করে আদালত। এই ধরণের জঘন্য ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের কিভাবে জামিন দেয় আদালত তার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় এস ইউ সি আই। তারই পরিপ্রেক্ষিতে আজ এস ইউ সি আই ত্রিপুরা রাজ্য কমিটিও গোটা দেশের সাথে রাজ্যেও প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে এস ইউ সি আই রাজ্য সম্পাদক জানান আর জি কর ঘটনার সাথে জড়িতদের জামিন মঞ্জুর করা ন্যায় বিচারের নাম প্রহসনে পরিণত করা হয়েছে , এর বিরুদ্ধে এস ইউ সি আই রাজ্য কমিটিরও আজকের বটতলা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তিনি।