Wednesday, December 11, 2024
বাড়িখবররাজ্যবিএনপি'র লং মার্চ কে কেন্দ্র করে আখাউড়া সীমান্তে রাজ্য পুলিশের রণ সাজ

বিএনপি’র লং মার্চ কে কেন্দ্র করে আখাউড়া সীমান্তে রাজ্য পুলিশের রণ সাজ

বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি’র আগরতলা অভিমুখের লং মার্চ কে কেন্দ্র করে আখাউড়া চেকপোস্টে রণ সাজে রাজ্য পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রচুর টিএসআর এবং সিআরপিএফ বাহিনী। পরিস্থিতি মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছেন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে।

বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি’র তিন অঙ্গ সংগঠন ।এই সংগঠন গুলি হল যুবদল ,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ।এদিন বিএনপি’র কর্মী সমর্থকরা ঢাকা থেকে লংমার্চ করে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত যাবে ।ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি’র তিন সহযোগী দল। এই লং মার্চ কে কেন্দ্র করে রাজধানীর আখাউড়া সীমান্তে বুধবার রন সাজে দেখা গেল রাজ্য পুলিশ কে। পরিস্থিতি মোকাবেলায় প্রচুর সংখ্যক টিএসআর এবং সিআরপিএফ বাহিনী নিযুক্ত করা হয়েছে। বিএনপি’র তিন সহযোগী দলের লংমার্চকে কেন্দ্র করে চেকপোস্ট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতেই রাজ্য পুলিশের এই রনসাজ। এর নেতৃত্বে রয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে ।এদিন আখাউড়া সীমান্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, পরিস্থিতি অনুসারে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বিএসএফ কড়া টহলদারি জারি রেখেছে।এর পাশাপাশি প্রচুর সংখ্যক সিআরপিএফ এবং tsr জোয়ান মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে।

এদিকে আখাউড়া সীমান্তে পুলিশের রণ সাজের মধ্যেও চেকপোস্ট দিয়ে বৈধ উপায়ে মানুষের আসা-যাওয়া চলছে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের জনগণের চোখে মুখে কিছুটা আতঙ্কের ছাপ প্রত্যক্ষ করা গেছে ।অন্যদিকে রাজ্য পুলিশের রণসাজ দেখতে চেকপোষ্টের সামনে জড়ো হচ্ছেন স্থানীয় কৌতুহলি জনসাধারণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য