Wednesday, December 11, 2024
বাড়িখবররাজ্য৮.৪ কেজি শুকনো গাঁজাসহ পূর্ব থানার পুলিশের হাতে আটক দুই মহিলা

৮.৪ কেজি শুকনো গাঁজাসহ পূর্ব থানার পুলিশের হাতে আটক দুই মহিলা

আবারও নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেলো পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার অভিযানে নেমে প্রায় ৮.৪ কেজি শুকনো গাঁজাসহ আটক দুইজন মহিলা। আটককৃত গাজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর। বলা যায় প্রতিনিয়ত রেল পথকে ব্যবহার করে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী অনায়াসে বহি রাজ্যে পাচার হচ্ছে, সেটাতে লাগাম টানতে পুলিশের প্রয়াস জারি রয়েছে তারই সুফল আজকের এই সাফল্য। এদিন সংবাদ মাধ্যমকে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান , গোপন সংবাদের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেল স্টেশন দিয়ে গাঁজা পাচারকারীদের নাম জানা গিয়েছে। পূর্ব আগরতলা থানার মহিলা ইন্সপেক্টর কমলা মুড়া সিং, নারায়ন দে ও কলেজটিলা ফাঁড়ির ওসি শ্যামল দেবনাথ এর নেতৃত্বে একটি টিম গঠন করে স্টেশন এলাকায় তল্লাশি চালিয়েছিল। ওই অভিযানে বিহার নিবাসী পুতুল দেবী এবং সঙ্গীতা দেবী মন্ডলের কাছ থেকে ১৫ টি প্যাকেটে প্রায় ৮.৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদেরকে আটক করে পূর্ব আগরতলা থানা নিয়ে আসা হয়েছে এবং উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য