আবারো ত্রিপুরা রাজ্যে বাংলাদেশী নাগরিক আটক। এদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও দুইটি শিশু রয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জি আর পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাপস দাস। তিনি আরো জানান, সোমবার(৯ ডিসেম্বর) রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে আগরতলা রেলওয়ে স্টেশনের জি আর পি থানার পুলিশ। তাদের নাম, তাহিদুল পোলান (২৬), রাজিফা বেগম (১৯)। শিশু দুটির নাম মহামদ ঈশা পোলান (৩) এবং মরিম পোলান (১)। তাদের বাড়ী বাংলাদেশের বাগেরহাট জেলায় বলে জানিয়েছে। তারা অবৈধ উপায়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা থেকে ট্রেনে করে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে আসে। প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানিয়েছে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে ধারণা। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।