Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যরাজধানীর টাউন প্রতাপগড়ে দুই স্বঘোষিত মাফিয়ার যন্ত্রণায় অতিষ্ঠ এক অসহায় দম্পতি

রাজধানীর টাউন প্রতাপগড়ে দুই স্বঘোষিত মাফিয়ার যন্ত্রণায় অতিষ্ঠ এক অসহায় দম্পতি

বিজেপি রাজ্য সভাপতির কাছের লোক বলে পরিচয় দিয়ে এক অসহায় দম্পতির কাছ থেকে আড়াই লক্ষ টাকা দাবি করে চলছে দুই স্বঘোষিত মাফিয়া ।অভিযুক্তরা হল রানা সাহা ও রাহুল গোস্বামী।ঘটনা রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায় ।অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শেষ পর্যন্ত সোমবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এই দম্পতি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর নিকট করজোরে প্রার্থনা জানান এই অসহায় দম্পতি।

মাফিয়াদের বিরুদ্ধে বরাবরই কঠোর মনোভাব গ্রহণ করে চলছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ দলমতের ঊর্ধে উঠে চালিয়ে যাচ্ছে ধরপাকড়ও । কিন্তু এর পরও বিভিন্ন এলাকায় কিছু চুনুপুটি নিজেদের স্বঘোষিত মাফিয়া হিসেবে আখ্যায়িত করে অসহায় জনসাধারণের উপর ত্রাশ সৃষ্টি করে চলছে ।এমনই একটি ঘটনা ঘটেছে রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায়। টাউন প্রতাপগড় এলাকায় রানা সাহা এবং রাহুল গোস্বামী নামে দুই যুবক নিজেদের স্বঘোষিত মাফিয়া বলে পরিচয় দিয়ে এক অসহায় দম্পতির কাছ থেকে আড়াই লক্ষ টাকা আদায় করার জন্য চাপ সৃষ্টি করে চলছে বলে অভিযোগ। গত প্রায় ছয় থেকে আট মাস ধরেই চলছে এই অসহায় দম্পতি উপর টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি ।অবস্থা চরম আকার ধারণ করে গত সোমবার সকালে ।সেদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় অসহায় সমীর শীলের পথ আগলে দাঁড়ায় রানা সাহার নেতৃত্বে জনা পাচেক যুবক ।তারা সমীর শীলের কাছ থেকে আড়াই লক্ষ টাকা দাবি করে। অবিলম্বে টাকা প্রদান করা না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ। এই ঘটনার পর এলাকাবাসীর পরামর্শক্রমে অসহায় দম্পতি সোমবার অভিযুক্ত রানা সাহা এবং রাহুল গোস্বামী’র বিরুদ্ধে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে’র নিকট লিখিত অভিযোগ জানান। সোমবার পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসহায় সমীর শীলের স্ত্রী সুমিত্রা দাস এই অভিযোগ করেন ।সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কর জোড়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নিকটও আবেদন জানান তিনি। এদিন তিনি অভিযোগ করে জানান ,রানা সাহা এবং রাহুল গোস্বামী নিজেদের রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের অত্যন্ত কাছের লোক বলে দাবি করে। পুলিশও নাকি তাদের কথামতোই উঠে বসে বলে জানান তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে টাউন প্রতাপগড় এলাকায় জনমনে তীব্র ছড়িয়ে পড়ে। টাউন প্রতাপগড়বাসীও চাইছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য