Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যরাজধানীতে যুব মোর্চার নমো যুব যাত্রার সুবিশাল বাইক রেলি অনুষ্ঠিত:

রাজধানীতে যুব মোর্চার নমো যুব যাত্রার সুবিশাল বাইক রেলি অনুষ্ঠিত:

বিরোধী দলগুলির সরকার বিরোধী পরোচনার ফাদে পা নাদিত রাজ্যবাসীর প্রতি আহ্বান জানালো যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি। শুক্রবার রাজধানীতে নমো যুবযাত্রা বাইক রেলিতে অংশগ্রহণ করে এই আহ্বান জানান ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ।নমো যুবযাত্রা শীর্ষক যুব মোর্চার বিশাল বাইক রেলিটি এদিন রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।

কুড়ি নভেম্বর থেকে রাজ্যব্যাপী নমঃ যুবযাত্রা বাইক রেলির উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটি। সাব্রুমের মৈত্রী সেতু প্রাঙ্গণ থেকে এই বাইক রেলিটি শুরু হয় ।বাইক রেলিটি শুক্রবার দক্ষিণ জেলা ,গোমতী জেলা এবং সিপাহীজলা জেলা পরিক্রমা করে রাজধানীতে এসে পৌঁছয় । যুব মোর্চার কয়েক হাজার কর্মী এবং সমর্থক এই বাইক রেলিতে অংশগ্রহণ করেন ।এদের মধ্যে ছিলেন যুব মোর্চার রাজ্য কমিটির সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ।নমো যুবযাত্রায় অংশগ্রহণ করে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান ,রাজ্যের প্রতি অংশের যুবক ভাইবোনদের এক সুতোয় বেধে এই রাজ্যকে নেশা মুক্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুব মোর্চা সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত ঐতিহাসিক যুবযাত্রার আয়োজন করেছে ।তিনি আরো জানান ,রাজ্য সরকার যখন রাজ্যের সকল অংশের জনগণের স্বার্থে সার্বিক উন্নয়নে কাজ করে চলছে, তখন বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্য সরকারকে নিয়ে ষড়যন্ত্র করার প্রয়াস গ্রহণ করেছে ।বিরোধীদের এই অপচেষ্টা কোনদিনও সফল হবে না ।কারণ যুব মোর্চা মাঠে নেমে গেছে। বিরোধীদের সরকারবিরোধী পরোচনার ফাঁদে পা না দিতে রাজ্য বাসির প্রতি আহ্বান জানান যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব।

এদিন যুব মোর্চার নমো যুবযাত্রা শীর্ষক বাইক রেলিটি রাজধানীর সূর্য মনি নগর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে সব কটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। তারপর রেলিটি যখন বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কের সামনে দিয়ে আইটিয়া হয়ে খয়ের পুরের দিকে রওনা দেয় ৬ আগরতলার হেরিটেজ পার্কের সামনে তাদের কে পুষ্প দিয়ে ধন্যবাদ জানান উপস্তিত ছিলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, ছয় আগরতলা যুব মোর্চা সভাপতি সঞ্জয় ঘোষ। বাইক র‍্যালিতে অংশগ্রহণকারী যুবকদের স্বতঃস্ফূর্ততা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য