রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। অন্যদিকে আগরতলা রেল স্টেশন ব্যবহার করে পাচারকারীরা নেশাদ্রব্য পাচার করছে। বুধবার আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে এক মহিলা সহ দুই বাংলাদেশি। তাদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুর জেলায়। ধৃতরা হল মোহম্মদ আবজল শেখ এবং লামিয়া আক্তার। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন দু’জনই বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছে। বুধবার আগরতলা রেল স্টেশনে এসেছিল রাজ্যের বাইরে যাওয়ার জন্য। রেল স্টেশনেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, আগরতলা রেল স্টেশনে আবারও উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে গাঁজা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। যুবক এর নাম রাহুল দাস বাড়ি মহেশখলা এলাকায় ওসি তাপস দাস জানিয়েছে, রেল স্টেশনে অভিযুক্ত ব্যক্তিকে তল্লাশি করে ১২ কিলো ৪০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা এগুলি ছয়টি ব্যাগে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত। এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয় বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয় জিআরপি থানার পুলিশের অনুমান এই ঘটনায় আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানান।