ভারতের জনজাতি বীর স্বাধীনতা সংগ্রামী ভগবান বীরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বর, এই দিনটিকে প্রতি বছর জনজাতি দিবস হিসেবে উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও জনজাতি দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে শুক্রবার সকালে আগরতলায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজধানীর আস্তাবল ময়দান থেকে রেলিটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন যুব জননেতা বিপিন দেববর্মা, পশ্চিম জেলার জেলার শাসক ডা বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈনসহ অন্যান্য আধিকারিকরা। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠীর নারী পুরুষ যুবক-যুবতী তাদের চিরাচরিত পোশাক পরে সামিল হয়ে ছিলেন।এদিনের এই কর্মসূচী সম্পর্কে পশ্চিম জেলার জেলার শাসক ডা বিশাল কুমার বলেন, জনজাতি অংশের মানুষের বিষয়ে মানুষ যাতে পারে, তাদের অধিকার সম্পর্কে স্বচেতন হয় এবং আগামী দিনে তাদের আরো উন্নতি করা যায় তার জন্য এই কর্মসূচীর আয়োজন।