Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যপ্রত্যন্ত অঞ্চলে গুণগত শিক্ষা পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার - মুখ্যমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলে গুণগত শিক্ষা পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার – মুখ্যমন্ত্রী

গুণগত শিক্ষা ব্যবস্থাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চায় রাজ্য সরকার ।সোমবার পিএম জনমন হোস্টেল বিল্ডিং যোজনায় চার জেলার ছয়টি ব্লকের দশটি হোস্টেল বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ,শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।

দেশের ১৮টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করছেন ৭৫টি বিশেষ জনজাতি সম্প্রদায় ।এই জনজাতিদের বিকাশের জন্য প্রধানমন্ত্রীর জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই প্রকল্পে রাজ্যে ১৪ টি হোস্টেলের জন্য অনুমোদন পাওয়া গেছে ।এর মধ্যে বারটি হোস্টেল হবে ১০০ সজ্জা বিশিষ্ট এবং দুটি হোস্টেল হবে 50 শয্যা বিশিষ্ট । সোমবার পিএম জনমন প্রকল্পে দশটি হোস্টেলের ভার্চুয়াল শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।রবীন্দ্র শতবার্ষিকীভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা ।এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ,জনজাতিদের উন্নয়নে কাজ করে চলছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের উন্নয়নে বিশেষভাবে তৎপর ।মুখ্যমন্ত্রী জানান ,২০১৯ সাল থেকে এখন পর্যন্ত সাতজন জনজাতিকে পদ্মশ্রী প্রদান করা হয়েছে। রাজ্যের জনজাতি অংশের এক নেতৃত্ব কে অন্য একটি রাজ্যের রাজ্যপাল করা হয়েছে ।মুখ্যমন্ত্রী বলেন, পিএম জনমন প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি স্বপ্নের প্রকল্প ।এই প্রকল্পে রাজ্যের চারটি জেলার ছয়টি ব্লকে দশটি হোস্টেল হবে ।দ্বিতীয় পর্যায়ে আরো কিছু হোস্টেল নির্মাণ করা হবে ।মুখ্যমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকারবদ্ধপরিকর ।তিনি জানান ,ছাত্র-ছাত্রীদের প্রাইভেট শিক্ষক মুখী হলে চলবে না ।স্কুলের পড়া স্কুলেই শেষ করতে হবে ।বাড়িতে শুধু রিভিশন চলবে ।এই পরিকল্পনা অবিলম্বে চালু করা হবে ।এই পরিকল্পনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন ট্রেস থাকবে না বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ভার্চুয়ালি যে চারটি জেলার ছয়টি ব্লকের দশটি হোস্টেল বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এরমধ্যে ছয়টি হোস্টেল ছেলেদের জন্য এবং চারটি হোস্টেল মেয়েদের জন্য ।এই দশটি হোস্টেলে ৯০০ ছাত্রছাত্রী থেকে পড়াশোনা করার সুযোগ পাবে ।এই হোস্টেল গুলি তৈরি করতে খরচ হবে ২ হাজার ৬৬০ লক্ষ টাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য