Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যপ্রজ্ঞা ভবনে উন্নতি-২০২৪ নিয়ে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

প্রজ্ঞা ভবনে উন্নতি-২০২৪ নিয়ে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সরকারের ১০ হাজার ৩৭ কোটি টাকার উন্নতি পরিকল্পনায় উত্তর পূর্বাঞ্চলে শিল্পের বিকাশে নতুন দিশা দেখাবে ।সোমবার প্রজ্ঞা ভবনে উত্তর পূর্বা ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম উন্নতি-২০২৪ বিষয়ক এক কর্মশালায় বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা ও দপ্তরের সচিব কিরন গিত্যে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলে শিল্পের বিকাশের জন্য উত্তর-পূর্বা রূপান্তর মূলক শিল্পায়ন স্কিম বা উন্নতি ২০২৪ শীর্ষক একটি পরিকল্পনা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট বিষয়ে সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক এক কর্মশালার আয়োজন করা হয় ।রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা, দপ্তরের সচিব কিরণ গিত্তে, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী মনে করেন উত্তর পূর্বাঞ্চলের উন্নতি না হলে পরে দেশের সার্বিক বিকাশ হবে না ।তাই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছেন প্রধানমন্ত্রী ।উন্নতি পরিকল্পনাও এর মধ্যে একটি। মুখ্যমন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের শিল্পের সার্বিক বিকাশের স্বার্থে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে ।এর জন্য ১০ হাজার ৩৭ কোটি টাকা ব্যয় করা হবে ।এই প্রকল্পে ৮৩ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

রাজ্যভিত্তিক এই কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। তিনি বলেন ,কিভাবে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করে চলছে ।তিনি বলেন এই প্রকল্প শিল্প স্হাপনে আগ্রহীদের বিশেষ উপকারে আসবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি গোটা প্রকল্পটির সার্বিক বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য