Wednesday, November 13, 2024
বাড়িখবররাজ্যরবিবার কুঞ্জবনস্থিত বেনুবন বৌদ্ধ বিহারে পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান...

রবিবার কুঞ্জবনস্থিত বেনুবন বৌদ্ধ বিহারে পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান উৎসব

কঠিন চীবর দান একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় উৎসব। এটি সাধারণত বৌদ্ধ পূর্ণিমার পর, আশ্বিন পূর্ণিমার দিনে পালিত হয়। এই উৎসবে বৌদ্ধ ভিক্ষুদের চীবর বা বিশেষ পোশাক দান করা হয়, যা তাদের জন্য এক মাসের মধ্যে তৈরি করতে হয় এবং এটি অত্যন্ত পূণ্য অর্জনের কাজ হিসেবে বিবেচিত।

রবিবার ধর্মীয় রীতিনীতি মেনে রাজধানীর কুঞ্জবনস্থিত বেনুবন বৌদ্ধ বিহারে পালিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান উৎসব। এদিন এই উৎসব উপলক্ষে প্রার্থনা সভারও আয়োজন করা হয়। চীবর কথার অর্থ হলো চার খণ্ডের পরিধেয় বস্ত্র, যাতে রয়েছে দোয়াজিক, অন্তর্বাস, চীবর ও কটিবন্ধনী। এই পোশাক পরতে দেয়া হয় বৌদ্ধ ভিক্ষুদের। প্রতি বছর নির্দিষ্ট সময়ে, সাধারণত আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক বৌদ্ধ ভিক্ষুদেরকে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমকে এক বৌদ্ধ ভান্তে জানান বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রঙ করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।

এদিন কঠিন চীবর দান উৎসব উপলক্ষে বেনুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেদের ভীড় ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য