Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্যসমস্ত রীতিনীতি মেনে মা জগদ্ধাত্রীর আরাধনায় ব্রতী হলেন ত্রিনয়নী সামাজিক সংস্থা

সমস্ত রীতিনীতি মেনে মা জগদ্ধাত্রীর আরাধনায় ব্রতী হলেন ত্রিনয়নী সামাজিক সংস্থা

জগদ্ধাত্রী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ পূজা, যা মূলত পশ্চিমবঙ্গ, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অঞ্চলে পালন করা হয়। এই পূজায় দেবী জগদ্ধাত্রীকে মা দুর্গার একটি অবতার হিসেবে পূজা করা হয়। দেবী জগদ্ধাত্রীকে শক্তির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।

জগদ্ধাত্রী পূজার সময় দেবীকে সাধারণত চার হাত বিশিষ্ট অবস্থায় দেখানো হয় এবং তার বাহনে থাকে সিংহ। দেবীর হাতে থাকে শঙ্খ, চক্র, ধনুক ও তীর, যা তার শক্তি এবং সাহসিকতার প্রতীক। রবিবার সমস্ত রীতিনীতি মেনে রাজধানীর এ কে রোডস্থিত ত্রিনয়নী সামাজিক সংস্থার উদ্যোগে শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমে পুজিত হলেন মা জগদ্ধাত্রী। ত্রিনয়নী সামাজিক সংস্থা ১২ বছর ধরে এই জগদ্ধাত্রী মায়ের আরাধনায় ব্রতী হয়ে আসছেন। এই পূজা প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমকে এই সামাজিক সংস্থার সদস্যা জানান জগতবাসীর শান্তি কামনায় এবং সকলে যেন সুস্থ থাকেন ভালো থাকেন ও সমাজ কল্যাণের লক্ষ্যে মায়ের আরাধনায় ব্রতি হওয়া বলে।

তাছাড়া এদিন এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে উপস্থিত মহিলাদের মধ্যে আনন্দ উৎসাহ ছিল লক্ষণীয় ঢাকের তালে তালে নৃত্য পরিবেশন করেছেন অনেকে। তাছাড়া বলা চলে এই পূজা ধর্মীয় গান, নাচ এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য