রাজধানীর বটতলা বাজারের পর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা হল রাজধানীর জিবি বাজার এলাকা। বটতলা বাজারের পর এবার ট্রাফিক এস পি মানিক লাল দাসের নেতৃত্বে ট্রাফিক দপ্তর অভিযান চালায় রাজধানীর জিবি বাজার এলাকায়। কেননা দীর্ঘদিন ধরে এই জিবি বাজারে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী অবৈধভাবে দোকানদারী করে চলেছেন। বেআইনিভাবে চলাচলের রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী। তাতে বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে।তাছাড়া বাজারের যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। বেআইনিভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে গাড়ি। যার ফলে যানযট সৃষ্টি হচ্ছে।এদিন ট্রাফিক এস পি সংবাদ মাধ্যমকে জানান ট্রাফিক নিয়ম বিধি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে যা করার দরকার দপ্তর তা করছে কিন্তু এরফলেও দেখা যাচ্ছে যে বৃহৎ অংশের জনগণ এই ট্রাফিক নিয়মবিধি সম্পর্কে সচেতন নয় , তাই এই এলাকায় যে ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তাদের উদ্যোগে বৈঠক করা হবে এবং এই জিবি বাজার এলাকায় যে সমস্যা রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হবে এবং প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ও এধরণের উদ্যোগ প্রতিনিয়ত জারি থাকবে বলে জানান তিনি।