বৃহস্পতিবার মহান নভেম্বর বিপ্লব দিবস ও ১১ তম পূর্ব আগরতলা অঞ্চল সম্মেলনকে সামনে রেখে বিরোধী সিপিআইএম এর পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ধলেশ্বর স্থিত দলের অঞ্চল কার্যালয়ে। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পুলিট ব্যুরের সদস্য মানিক সরকার, এছাড়াও ছিলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারকে এক হাত নেন, তিনি বলেন রাজ্যে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে টাকা-পয়সার কোন কমতি নেই তাহলে কেন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিচ্ছে না। বাম আমলে ত্রিপুরার সরকারি কর্মচারীদের বছরে দুইবার মহার্ঘ ভাতা দেওয়া হত। কারণ, কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার সমপর্যায়ে নিয়ে যাওয়াই বিগত সরকারের লক্ষ্য ছিল।রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও সরকার কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের সাথে ত্রিপুরার কর্মচারীদের ২৩ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে। আসলে এটা বিজেপি জোট সরকারের দুর্বলতা, ত্রুটির কারণে হয়েছে বলে দাবি করেন তিনি।তার পাশাপাশি সাংবাদিকদের অনেকাংশ সেই সরকারি কর্মচারীদের ঘরের সদস্য সে দিক দিয়ে যদি সরকারি কর্মচারীরা প্রাপ্য ভাতা পায় তাহলে তাদেরই সুবিধা। এছাড়াও সুবিধা পাবে ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাই এদিক দিয়ে লক্ষ্য রেখে সম্পূর্ণভাবে রাজ্য সরকার ব্যর্থ বলে তোপ দাগেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।