:
সাম্প্রতিক বন্যায় এবং সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানালো সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিবের নিকট এই দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই ডেপিটেশন প্রদানের কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার ।তিনি জানান, বন্যায় নিহতদের ৫০ লক্ষ টাকা এবং আহতদের কুড়ি লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হোক ।পাশাপাশি কৃষকদের সার ,বীজ ,ঔষধ বিনামূল্যে প্রদান করা হোক এবং দীর্ঘমেয়াদী সুদ বিহীন ঋণ প্রদান করা হোক। সাংবাদিক সম্মেলনে সি পি আই এম এল রাজ্য সম্পাদক আরো জানান ,জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে পাঁচটি সহিংসতার ঘটনা ঘটেছে ।এই সমস্ত ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবিও তারা রাজ্যের মুখ্য সচিবের নিকট জানিয়েছেন বলে তিনি জানান। মুখ্য সচিব তাদের প্রদান করা তথ্যের ভিত্তিতে প্রশাসনিক বৈঠক করে কেন ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেন না সে বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রতিনিধি দলটিকে জানিয়েছেন।