এখন থেকে প্রতি মাসে একবার করে ইন্দ্রনগরের আগরতলা ডায়েরি কার্যালয়ে স্বচ্ছ ভারত অভিযান করবে গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের কর্মীরা।শনিবার এই স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি এক পের মাকে নাম কর্মসূচিরও সূচনা করা হয় ।এর সূচনা করেন চেয়ারম্যান রতন ঘোষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে এখন থেকে প্রতি মাসে একবার নিজ কার্যালয় চত্বরে স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করবে গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেড ।ইন্দ্রনগরস্হিত ডায়েরি কার্যালয়ে এই স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হবে ।শনিবার এর সূচনা করেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন লিমিটেড চেয়ারম্যান রতন ঘোষ ।এদিন এক পের মাকে নাম কর্মসূচি অনুসারে বৃক্ষ রোপন কর্মসূচিরও সূচনা করেন তিনি ।চেয়ারম্যান জানান ,প্রতিমাসের এক তারিখ এই কর্মসূচি হবে ।এর জন্য ডাইরির স্টাফদের নিয়ে ছয়টি দল গঠন করা হয়েছে। সব কর্মীরাই তাদের মায়ের নামে একটি করে বৃক্ষ রোপন করবেন।
গোমতি কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ জানান ,স্বচ্ছ ভারত অভিযানের জন্য গঠন করা ছয়টি দলের প্রত্যেকটিতে ২৫ থেকে ২৬ জন করে স্টাফ থাকবেন ।প্রত্যেক স্টাফদের বছরের দুবার করে সাফাই অভিযানে অংশগ্রহণ করতে হবে ।কার্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে সংস্থার সিএমডি, বোর্ড অফ ডাইরেক্টর সহ অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন।