Thursday, November 20, 2025
বাড়িখবররাজ্যপ্রতাপগড় বসাক পাড়াস্থিত শ্যামামায়ের মন্দিরে চুরের হানা

প্রতাপগড় বসাক পাড়াস্থিত শ্যামামায়ের মন্দিরে চুরের হানা

চুরির উপদ্রব কিছুতেই থামার নাম নিচ্ছে না রাজ্যে। প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে ঘটেই চলছে চুরির ঘটনা। এবার শ্যামামায়ের মন্দিরে হানা দিল চুরের দল। জানা যায় শনিবার রাতে প্রতাপগড় বসাকপাড়া স্থিত এক ব্যক্তির বাড়ির কালী মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। মন্দির থেকে মায়ের সকল অলঙ্কার নিয়ে যায় চোরের দল। সংবাদ মাধ্যমের কাছে বাড়ির মালিক ভোলা বণিক জানান রবিবার ভোর ৩ টে নাগাদ বাড়ির সকলে ঘুম থেকে উঠে দেখতে পান ঠাকুরের মন্দিরের সব জিনিস এলোমেলো হয়ে আছে। স্বর্ণের চেইন, বালা, এবং অন্য কিছু অলংকারের পাশাপাশি রুপোর মুন্ডোমালা সহ ঠাকুরের বেশ কিছু বাসন নিয়ে পালিয়েছে চোরের দল। এদিন থানায় চুরির খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং বিষয়টা তারা দেখবেন বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য