Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্য৮ দফা দাবিতে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচী

৮ দফা দাবিতে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচী

রবিবার আগরতলা মঠ চৌমুহনী এলাকায়, এক দেশ, এক নির্বাচন প্রস্তাব বাতিল করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বেকারত্ব রুখতে জরুরী পদক্ষেপ গ্রহণ, নারী-শিশু নির্যাতন বন্ধ করা, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা ইত্যাদি ৮ দফা দাবিতে অনুষ্ঠিত হয় সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচী।এদিনের কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে নিশানা করেছেন সিপিএম নেতা অমল চক্রবর্তী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলা রক্ষার কাজ যারা পরিচালনা করছেন, সেই স্বরাষ্ট্র দপ্তরের গাফিলতির কারণে রাজ্যে অপরাধ বেড়ে চলেছে। স্বরাষ্ট্র দপ্তর পুলিশ বাহিনীকে অকর্মন্য করে রেখেছে ।তাছাড়া বহুবার বাম সমর্থকদের বাড়িতে আক্রমণ হয়েছে কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে, সুশাসনের মধ্যেও যুবতী ধর্ষণ হচ্ছে এবং ধর্ষকের বিচারও হচ্ছে না। এমনকি বিজেপির বুথ সভাপতি শাসক দলের সদস্য হয়েও নিজেকে নিরাপদ মনে করতে পারছেন না এবং আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনী থাকা সত্ত্বেও বিচার সঠিকভাবে হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি এদিন বিজেপির মন্ডলের কার্যকলাপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বর্তমানে সকল ক্ষেত্রেই মন্ডল সভাপতির হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে। কিন্তু সিপিআইএম শাসনের সময় ক্লাব বা বাজার কমিটি তৈরি করার ক্ষেত্রে বাম দলের কেউ এসব ব্যাপারে হস্তক্ষেপ করেননি। অথচ এখন মন্ডল সভাপতির সম্মতি ছাড়া কোনো কাজই হচ্ছে না বলে একপ্রকার তিক্ত অভিমত ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য