Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

অধিকার রক্ষার আন্দোলনের পাশাপাশি কারখানা চালুর আন্দোলন জারি থাকলে আজ জুট মিল বন্ধ হতো না ।শুক্রবার শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে বললেন শ্রম মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী আরো জানান, চা শ্রমিকদের মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে বিজেপি সরকার।

শুক্রবার শহীদ ভগত সিং যুব আবাসে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ ।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের শ্রম মন্ত্রী টিংকু রায়। তিনি রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানকারীদের সাথে কথা বলেন ।তাদের উৎসাহিত করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ,রাজ্যে জুট মিল তৈরি হয়েছিল ।এই জুট মিলে শ্রমিক কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু হয় ।কিন্তু এই আন্দোলনের সাথে যদি কারখানা সুরক্ষার আন্দোলন যুক্ত থাকত তবে আজ জুটমিল বন্ধ হতো না। তিনি আরো বলেন ,কিছু সংখ্যক শ্রমিক নেতার কায়েমি স্বার্থচরিতার্থের জন্য এই দুরবস্থা সৃষ্টি হয়েছে ।মন্ত্রী আরো বলেন ,শ্রমিকদের দাবি-দাওয়া সংক্রান্ত আন্দোলন থাকবেই ।কিন্তু এর পাশাপাশি কারখানার উৎপাদন জারি রাখার প্রয়াস চালিয়ে যেতে হবে।

বক্তব্যে পূর্বতন সরকারের শ্রমিক বঞ্চনার কথা বলতে গিয়ে রাজ্যের চা বাগিচাদের দুরবস্থার কথা তুলে ধরেন শ্রম মন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, রাজ্যে রাজন্য আমল থেকে চা শিল্প প্রচলিত ছিল ।চা শ্রমিকদের পূর্বতন সরকার ন্যূনতম সুযোগ-সুবিধা প্রদান করেনি। এভাবে রুগ্ন হয়ে পড়ে চা বাগান গুলো এবং কাজের অন্বেষণে শ্রমিকরা শহর মুখি হতে শুরু করে ।মন্ত্রী জানান, ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চা বাগিচা শ্রমিকদের ভূমির অধিকার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত রাজ্যের আট হাজার চা বাগিচা শ্রমিক পরিবার গুলির মধ্যে তিন হাজার পরিবারগুলোকে ভূমির অধিকার দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য