Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যবাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু জনগণের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে রাজধানীর রাজপথে ফোরাম...

বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু জনগণের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে রাজধানীর রাজপথে ফোরাম ফর প্রটেকশন অব মাইনোরিটিস ইন বাংলাদেশ

বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু জনগনের উপর আক্রমণের ঘটনা বরদাস্ত করা হবে না। রবিবার আগরতলায় ফোরাম ফর প্রটেকশন অব মাইনোরিটিস ইন বাংলাদেশ আয়োজিত মহা মিছিলে সামিল হয়ে জানিয়ে দিলেন প্রতিবাদী আম জনতা।এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ,বাংলাদেশে এই আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু অংশের জনগণের উপর আক্রমণের ঘটনা ঘটে চলছে।এই ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব।রাজ্যেও এর প্রভাব পড়েছে।বাংলাদেশের ঘটনাবলী নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।সংখ্যালঘুদের উপর এই ধরনের হামলা বন্ধে ব্যবস্হা গ্রহনের দাবিতে রবিবার আগরতলায় প্রতিবাদী মহা মিছিলের ডাক দেয় ফোরাম ফর প্রটেকশন অব মাইনোরিটিস ইন বাংলাদেশ নামের একটি সংগঠন।সেই মত রবিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় প্রতিবাদী মহা মিছিল।মিছিলে আয়োজক সংগঠন ফোরাম ফর প্রটেকশন অব মাইনোরিটিস ইন বাংলাদেশের কর্মকর্তার সহ রাজধানীর বিভিন্ন সংগঠন ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা উপস্থিত ছিলেন ।মিছিলটি আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে সমাপ্ত হয়।রবীন্দ্র ভবনের সামনে ফোরাম ফর প্রটেকশন অব মাইনোরিটিস ইন বাংলাদেশের পক্ষে জয়ন্ত ভট্টাচার্য জানান,বাংলাদেশে যতদিন নৈরাজ্য চলবে,সংখ্যালঘুদের উপর আক্রমন চলবে ততদিন সংগঠনের আন্দোলন চলবে।তিনি বাংলাদেশ প্রশাসনকে সতর্ক করে দিয়ে জানান,ঙঙ্গিরা প্রশাসনের দোসর হয়ে ভারত বিরোধী চক্রান্ত করছে।সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলা হচ্ছে।এই ধরনের ঘটনা কোন মতেই বরদাস্ত করা হবে না।

এই মহা মিছিলে রাজধানীর বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী সমর্থকরাও অংশ গ্রহন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য