Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যরাজধানীর দশমীঘাট চত্ত্বর পরিদর্শন করলেন মেয়র

রাজধানীর দশমীঘাট চত্ত্বর পরিদর্শন করলেন মেয়র

শারদ উৎসবের প্রতিমা নিরঞ্জন কে কেন্দ্র করে নতুনভাবে সেজে উঠছে রাজধানীর দশমীঘাট চত্বর। শুক্রবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আগামী ৮ অক্টোবর নবনির্মিত দশমি ঘাট চত্বরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

রাজধানী আগরতলার প্রতিমা নিরঞ্জনের প্রধান কেন্দ্র দশমী ঘাট। শারদ উৎসবে শহরের অধিকাংশ প্রতিমা নিরঞ্জন হয় এই দশমী ঘাট এলাকায় ।প্রতিমা নিরঞ্জন কে কেন্দ্র করে এ বছর নতুনভাবে সেজে উঠতে শুরু করেছে দশমি ঘাট চত্বর। এবছর প্রতিমা নিরঞ্জন করতে এসে পুজো উদ্যোক্তাদের আর জল কাদায় একাকার হতে হবে না। কারণ পুরো দশমি ঘাট চত্বরকেই মার্বেল টাইলসে মুড়ে দেওয়া হচ্ছে ।পাশাপাশি প্রতিমা নিরঞ্জন প্রত্যক্ষ করতে আসা দর্শকদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হচ্ছে। শুক্রবার দশমীঘাট চত্বর পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সাথে ছিলেন নিগম কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব ,মেয়র পারিষদ তুষার কান্তি ভট্টাচার্য ,স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থাপনার দশমী ঘাট তৈরি হচ্ছে। প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি ক্রেন থাকবে। গোটা চত্বরকে সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হবে।

এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরো জানান, সব পুজো কমিটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে ,এবছর দশমীঘাট চত্বরে সাউন্ড সিস্টেম নিয়ে প্রবেশ করা যাবে না। বাদ্যযন্ত্রও নিয়ে যাওয়া যাবে না ।পৌরনিগমের পক্ষ থেকে উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি দিয়ে আরতি করে প্রতিমা নিরঞ্জন করা হবে ।তিনি আরো জানান ,নতুনভাবে সাজিয়ে তোলা দশমীঘাট চত্বর আগামী ৮ অক্টোবর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

দশমী ঘাট চত্বরকে সুন্দর করে সাজিয়ে তুলতে গত বেশ কিছুদিন ধরে কর্মযজ্ঞ চলছে ।দশমীঘাট চত্বরকে সাজিয়ে তোলায় খুশি এলাকাবাসী ।এলাকাবাসীর অভিমত ,অচিরেই রাজ্যের অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে এই দশমি ঘাট চত্বর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য