Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যবিজেপি ও তিপ্রামথা দল ছেড়ে ১৪ পরিবারের ৬১ জনজাতি ভোটার কংগ্রেস দলে...

বিজেপি ও তিপ্রামথা দল ছেড়ে ১৪ পরিবারের ৬১ জনজাতি ভোটার কংগ্রেস দলে যোগদান

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস দল ৬ই সেপ্টেম্বর আদিবাসী কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়েছিল আগরতলার কংগ্রেস ভবনে সেই সভায় সিদ্ধান্ত ক্রমে প্রত্যেকটা বুথে কমিটি গঠন করা হবে অবিলম্বে তাদেরকে নিয়ে তাদের সহ সহ ভিলেজে তাদের উপর দায়িত্ব অর্পণ করা এবং আগামী দিন ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস দল সফলতা অর্জন করার লক্ষ্যে তাদেরকে শামিল করা। আগামী ২৩শে সেপ্টেম্বরআগরতলার ডি জি অফিস গ্রেরাও কর্মসূচিতে আরো কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপস্থিতি আবেদন রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। শুক্রবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভা করা হয়।এই যোগদান সভায় বিজেপি ও তিপ্রামথা দল ত্যাগ করে ১৪ টি পরিবারের ৬১ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। চড়িলাম বিধানসভা কেন্দ্রের ইটখলা অঞ্চলের ১৪ টি পরিবারের ৬১ জন জনজাতি ভোটার ত্রিপরা মথা- বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য