Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যবিধানসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট একটি জনমুখী বাজেট বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট একটি জনমুখী বাজেট বললেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য যে বাজেট উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা পেশ করেছেন সেটিকে একটি জনমুখী বাজেট হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । বাজেট অধিবেশনের প্রথমদিনের শেষে বিধানসভায় মুখ্যমন্ত্রী তার অফিসকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের রাজ্যের প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় বলেন , রাজ্যের এই প্রস্তাবিত বাজেটে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার চিত্র প্রতিফলিত হয়েছে । দেশের মাননীয় প্রধানমন্ত্রীও আত্মনির্ভর ভারত গড়তে চাইছেন । এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দিক নির্দেশে রাজ্য সরকারও আত্মনির্ভর ত্রিপুরা গড়তে এই বাজেট পেশ করেছে । মুখ্যমন্ত্রী বলেন , ২০২০-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন করের প্রস্তাব রাখা হয়নি । এই অর্থবছরের বাজেট বরাদ্দের পরিমাণ গত ২০২১-২২ অর্থবছরের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে । একবছরের মধ্যেই বাজেট বরাদ্দের এই বৃদ্ধির হার রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য দিক । মুখ্যমন্ত্রী বলেন , ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূলধনী ব্যয়ের ( ক্যাপিটেল এক্সপেনডিচার ) পরিমাণ দ্বিগুণ করা বাজেটের একটি বড় দিক । ২০২১-২২ অর্থবছরে বাজেটে যেখানে মূলধনী ব্যয় ছিল ২,৬৫১ কোটি টাকা তা ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেটে দ্বিগুণ বাড়িয়ে ৫,২৮৫ কোটি টাকা করা হয়েছে । এই মূলধনী ব্যয়ের মাধ্যমে রাজ্যের আর্থিক প্রবৃদ্ধির হার ১৩.২৮ শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে । ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন , শিক্ষা ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৫,০১০ কোটি টাকা । যা বিগত ২০২১-২২ অর্থবছরের ৪১৫২ কোটি টাকা বরাদ্দের তুলনায় ২০.৬৬ শতাংশ বেশি । স্বাস্থ্যক্ষেত্রে ২০২১-২২ অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিল ১,৪৪৩ কোটি টাকা । ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তা ২৩ শতাংশ বৃদ্ধি করে ১,৭৭৭ কোটি টাকা করা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যে বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজ হাতে নেওয়ার জন্য ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ‘ সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা ” নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে । এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১০০০ কোটি টাকা । মুখ্যমন্ত্রী বলেন , কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি জনগণের কাছে সময়ের মধ্যে পৌঁছানোর লক্ষ্যে প্রতিটি পঞ্চায়েতে একজন করে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে । যা টিপিএসসি’র মাধ্যমে নিয়োগ করা হবে । তিনি বলেন , ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের একটি অন্যতম বড় দিক হল রাজ্যের গ্রুপ – সি এবং গ্রুপ – ডি কর্মচারীদের জন্য ‘ ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম ‘ নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব রাখা । এরফলে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের মতোই রাজ্যের কর্মচারীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন । ২ য় পাতায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন , রাজ্যের এডিসি এলাকার জনজাতিদের সঠিক কল্যাণে ১,৩০০ কোটি টাকা ব্যয় করবে সরকার । তিনি বলেন , রাজ্য সরকারের ভিশন ডকুমেন্টে সামাজিক ভাতা বৃদ্ধি করে ২,০০০ টাকা করার কথা বলা হয়েছিল । সেই প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের ৩ লক্ষ ৮১ হাজার জনের সামাজিক মাসিক ২,০০০ টাকা করে করার প্রস্তাব রাখা হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে । দুর্গা পূজার আগেই ২,০০০ টাকা করে সামাজিক ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে । তিনি বলেন , রাজ্য সরকার টিএসআর জওয়ানদের অবসরের সময়সীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর বয়স পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে । জীবনযাত্রার মান উন্নয়নের জন্য টিএসআরের সুবেদার পদ পর্যন্ত রেশন ভাতা মাসিক ৮০০ টাকা থেকে ১,০০০ টাকা করার প্রস্তাব বাজেটে রাখা হয়েছে । এছাড়াও ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো রাজ্যের ফায়ারম্যানদের কিট অ্যালাওয়ন্স প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তারজন্য বাজেটে ১ কোটি ৩২ লক্ষ টাকার ব্যয় বরাদ্দ রাখা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের শিশুদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে রাজ্যের ১০০ টি সিবিএসই ভুক্ত বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে । এই প্রকল্প রূপায়ণের জন্য আগামী ৩ বছরের ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে । তিনি বলেন , ২০২৫ সালের মধ্যে রাজ্যের সমস্ত মহকুমার প্রধান কার্যালয়গুলিকে ডাবল লেনযুক্ত জাতীয় সড়কের মাধ্যমে সংযুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে । সেই উদ্দেশ্যে সমীক্ষা ও ডিপিআর তৈরির জন্য ২০ কোটি টাকার ব্যয় বরাদ্দ রাখা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , কৈলাসরহবাসীর দীর্ঘদিনের দাবি নতুন বিমানবন্দরের চালুর স্বপ্ন শীঘ্রই পূরণ হতে চলেছে । সর্বোপরি ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজ্যের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত অংশের মানুষের জন্য নতুন বার্তা নিয়ে আসবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য