Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যসাংবাদিক আক্রান্তের ঘটনায় ৩ অভিযুক্তদে গ্রেপতার করল পূর্ব থানার পুলিশ

সাংবাদিক আক্রান্তের ঘটনায় ৩ অভিযুক্তদে গ্রেপতার করল পূর্ব থানার পুলিশ

সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যানকরের সাথে দেখা করলেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল।সংশ্লিষ্ট বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাজ্য পুলিশের আধিকারিক।

রবিবার রাতে রাজধানীর মঠ চৌমুহনি এলাকায় একদল দুর্বৃত্ত কর্তব্যরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসেন ।বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পুলিশের আইজি আইন-শৃঙ্খলা অনুরাগ ধ্যান করের সাথে দেখা করে ।সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তারা। বৈঠকে রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুরাগ ধ্যানকর সাংবাদিকদের প্রতিনিধিদের জানান ,সমাজদ্রোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে কাজ করে চলছে পুলিশ ।এই ক্ষেত্রেও পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে পূর্ব থানার পুলিশ। মঙ্গলবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।

সাংবাদিকদের যৌথ সংগঠনের পক্ষ থেকে দাবি করেছিলেন অতি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। কিন্তু তার ২৪ ঘন্টা পেরুতে না পেরোতেই ৩ জনকে গ্রেপতার করলো পূর্ব থানার পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য