শনিবার গণেশ চতুর্থী । অন্যান্য বছরের মতো এবারও আগরতলা পৌরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা গণেশ পূজোর আয়োজন করে ।এই উপলক্ষে বস্ত্রদানের আয়োজন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ রাজীব ভট্টাচার্য।
শনিবার গণেশ চতুর্থী বা গণেশোৎসব। শিব ও পার্বতীর পুত্র গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা ।সারাদেশেই পালিত হচ্ছে এই উৎসব। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায় গণেশ পূজার আয়োজন করে ।এই গণেশ পূজোর উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য ।এই গণেশ পূজা উপলক্ষে উদ্যোক্তারা বস্ত্র দান কর্মসূচির আয়োজন করেন। এই কর্মসূচির উদ্বোধনও করেন সাংসদ রাজীব ভট্টাচার্য ।এদিন গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় 31 নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন অংশের জনগণের প্রভূত ক্ষতি হয়েছে ।পূজা উদ্যোক্তারা পুজোর বাজেট কমিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য কাপড় বেড কভার প্রভৃতি বিতরণের উদ্যোগ গ্রহণ করে ।এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিজেপি কর্মী সমর্থকদের অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
এই অনুষ্ঠানে ৯ বনমালীপুর মন্ডল কমিটির সভাপতি চন্দ্রশেখর দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।