নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে রাতে ব্যাপক উত্তেজনা। বুধবার গভীর রাতে এই ঘটনা শহরের প্রতাপগড়ে। অভিযুক্ত ১৭ বছরের নাবালক। এই নাবালক সহ তার বাবাকে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গভীর – রাতে পূর্ব থানার সামনে অভিযুক্তর শাস্তি চেয়ে ভিড় জমান প্রতাপগড়ের বাসিন্দারা। লাঞ্ছিতা শিশুর মা জানান, তিনি কালীপূজার বিসর্জন সেবে বাড়ি ফিরে মেয়েকে ডাকছিলেন। মেয়ের কোন উত্তর পাননি। ওই সময় তিনি দেখতে পান এলাকার এক বাড়িতে বেড়াতে আসা নাবালক ছেলেটি দরজার একদিকে দাঁড়িয়ে আছে। তিনি ঘরে ঢুকে মেয়েকে জিজ্ঞাসা করে বুঝতে পারেন তার মেয়ের উপর ধর্ষণের চেষ্টা হয়েছে। মহিলার ডাকাডাকিতে স্থানীয়দের ভিড় জমে। তারা অভিযুক্ত নাবালক এবং তার বাবাকে আটক করে থানায় নিয়ে যান। কলকাতা আরজি কর কাণ্ড নিয়ে যখন রাজ্যে ব্যাপক আন্দোলন চলছে তখন ত্রিপুরায় এক শিশুকে তার ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা হয়। পুলিশ নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।