রাজধানী আগরতলা শহরে রাজ্যের বিভিন্ন এলাকায় বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর আর এম এস চৌমুহনী এলাকা থেকে তিনজন বাংলাদেশী যুবককে আটক করে। সোমবার পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস সংবাদ মাধ্যমকে বলেন, গত ২৯ আগস্ট রাজধানী আগরতলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লংকামুড়া এলাকা থেকে এক অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুই জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। আদালত থেকে রিমান্ড নিয়ে তাদের থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়। এই জিজ্ঞাসাবাদের সময় অনুপ্রবেশকারীরা জানায় আরো কিছু বাংলাদেশী অনুপ্রবেশ করছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আর এম এস চৌমুহনী এলাকা থেকে তিন সন্দেহ ভাজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয়। তারা এ দিনই বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা এসেছিল। তাদের নাম তসমিন, ইমরান ও জসিম। তাদেরকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন ওসি।