Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যঅগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার এর শূন্য পদ গুলি অবিলম্বে পূরণ...

অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার এর শূন্য পদ গুলি অবিলম্বে পূরণ করার দাবিতে আবারো রাস্তায় নামল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যাশী বেকার যুবকরা

২০২২ সালে রাজ্য সরকারের অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে শূন্য পদ পূরণের লক্ষ্যে লিখিত এবং শারীরিক পরীক্ষার আহ্বান করা হয়েছিল ।সেই মত 2022 সালে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ।২০২৩ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা ।পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮১৩ জন ।কিন্তু প্রায় কুড়ি মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি ।অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে চাকরি প্রদানের দাবিতে সোমবার অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ।পরীক্ষার্থীদের দাবি ,অবিলম্বে ফলাফল প্রকাশ করে চাকরি প্রদান করা হোক ।সংশ্লিষ্ট বিষয় নিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশন প্রদান করবেন বলেও জানান বিক্ষোভকারীরা। তারা আরো জানান ,ডেপুটেশন প্রদানের পর আধিকারিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা আগামী দিনের কর্মসূচি স্থির করবেন।এদিন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান কে কেন্দ্র করে রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি পরিস্থিতি আয়ত্তে আনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য