যুদ্ধবাজ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে রবিবার সিআইটিইউ রাজ্য দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিআইটিইউ ও এআইপিএসও’র যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, তা ছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিকদে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন,পুজিবাদ থাকবে আর যুদ্ধ থাকবেনা তা হতে পারেনা।পুজিবাদ থেকে জন্ম নেয় সাম্রাজ্যবাদ।আর সাম্রাজ্যবাদ থেকে সৃষ্টি হয় ফ্যাসিবাদ।তিনি আরো বলেন,পুজিবাদ ধ্বংশ হলেই সাম্রাজ্যবাদ ধ্বংশ হবে।আর পুজিবাদ ও সাম্রাজবাদ ধ্বংশ হলেই ফ্যাসিবাদ নির্মূল হবে।আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।