Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্যযোগেন্দ্রনগর এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ত্রিপুরা মটর শ্রমিক ইউনিয়নের

যোগেন্দ্রনগর এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ত্রিপুরা মটর শ্রমিক ইউনিয়নের

বন্যার ত্রাণ নিয়েও দুর্গতদের বঞ্চিত রেখে সরব প্রচারে মশগুল শাসক দল বিজেপি।শনিবার রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়ে এই অভিযোগ উত্থাপন করেন সিআইটিইউ রাজ্য নেতা অমল চক্রবর্তী।

বন্যায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা মটর শ্রমিক ইউনিয়ন বিভিন্ন এলাকায় দুর্গতদের যথাসাধ্য সাহায্য করছে এই সংগঠনটি শনিবার সকালে সংগঠনের উদ্যোগে রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অমল চক্রবর্তী সমর চক্রবর্তী সহ অন্যান্য বামপন্থী শ্রমিক নেতৃবৃন্দ তারা যোগেন্দ্রনগর ও সংশ্লিষ্ট এলাকার দুর্গতদের মধ্যে সাহায্য প্রদান করেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সিআইটিইউ রাজ্য নেতা অমল চক্রবর্তী শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র খুব উগড়ে দেন তিনি অভিযোগ করে বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় শাসক দলের শাসক দলের নেতৃবৃন্দদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কেবল প্রচার করে বেড়াচ্ছেন অথচ দুর্গতদের মতে হাহাকার সৃষ্টি হয়েছে জঘন্য নগর ও সংশ্লিষ্ট এলাকায় দুর্গতদের সাহায্যে শাসকদলের কোন নেতা কেই দেখা যায়নি এই অবস্থায় সংশ্লিষ্ট দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করেছেন তারা তিনি আরো জানান দুর্গ তোরা যদি তাদের ডাকেন তবে তারা তাদের পাশে থাকবেন।

এদিন বামপন্থী শ্রমিক সংগঠনের কাছ থেকে খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন যোগেন্দ্রনগর এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণ সংগঠনের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য