প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বড় কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। রাজ্যের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেই চলছে । সীমন্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও অনুপ্রবেশকে ঠেকানো যাচ্ছে না। বিগত এক মাসে সারা রাজ্যে প্রায় ৪০০ অধিক বাংলাদেশীকে আটক করা হয়েছে। সোমবার রাতে আগরতলার এনসিসি থানার অন্তর্গত নন্দনগর এলাকায় কয়েকজন বাংলাদেশী ঘোরাফেরা করছে এই খবরের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ পাঁচ জন বাংলাদেশি সহ একজন দালালকে গ্রেপ্তার করে। মঙ্গলবার এলসিসি থানার ওসি সুকান্ত দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পাঁচজন বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে, তাদেরকে সাহায্য করেছে ইশা আলি , তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় ।তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে ও বাংলাদেশিদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রা পাওয়া গিয়েছে , তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশ এর মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি ।