রাজ্যে প্রবল বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং নদীগুলি ফুলে ফেপে ওঠে ও পার্শ্ববর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেয়। এরুপ পরিস্থিতিতে মানুষ আশ্রয় নেয় ত্রাণ শিবিরে। বহু বাড়িঘর তলিয়ে যায় বন্যার জলে, এই পরিস্থিতিতে ত্রান শিবিরে থাকা মানুষগুলির পাশে এসে দাঁড়ায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠন। শিবিরে থাকা মানুষগুলির হাতে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় দ্রব্য তুলে দেয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংস্থা সংগঠন। তাছাড়া বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলির পাশে এসে দাঁড়ালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রবিবার নয় বনমালীপুর মন্ডলের অন্তর্গত হরিজন কলোনি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চা সাধারণ সম্পাদক রানা ঘোষ, নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান প্রবল বৃষ্টির ফলে হওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ায় দলীয় কার্যকর্তারা তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় তারপর বন্যার পর ক্ষতিগ্রস্তদের এবং উপস্থিত শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় সেদিকে লক্ষ্য রেখে নয় বনমালিবপুর মন্ডলের আজকের এই উদ্যোগ। এদিনের কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।