Monday, December 30, 2024
বাড়িখবররাজ্যনিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কালোবাজারি রুখতে মহারাজগঞ্জ বাজারে প্রশাসনিক অভিযান

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কালোবাজারি রুখতে মহারাজগঞ্জ বাজারে প্রশাসনিক অভিযান

বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে একাংশের ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কালোবাজারি রুখতে রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে অভিযান চালিয়েছে প্রশাসন ।অভিযোগের সত্যতা পাওয়ায় শনিবার মহারাজগঞ্জ বাজার এবং সেন্ট্রাল রোডের দুটি দোকান সাময়িক কালের জন্য বন্ধ রাখা নির্দেশ দিয়েছে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে একাংশের ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চড়া দামে বিক্রি করা শুরু করেছে। এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুসারে খাদ্য অধিকর্তার নির্দেশে শুক্রবার বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে সদর মহকুমা প্রশাসনের এন ফোর্সমেন্ট টিম ।শনিবার এই দলটি মহারাজগঞ্জ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কালোবাজারি বন্ধের আহ্বান জানিয়ে মাইকিং করে ।পরে মহারাজগঞ্জ বাজারের ব্যবসাহীদের সাথে তারা বৈঠক করে ।বৈঠক শেষে বিভিন্ন দোকানে এন ফোর্সমেন্ট টিম অভিযান চালায় ।অভিযানকালে মহারাজ গঞ্জ বাজারে রাজু বণিকের দোকান সাময়িক কালের জন্য বন্ধ করে দেওয়া হয় ।পাশাপাশি অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায় সেন্ট্রাল রোডের পেঁয়াজ ব্যবসায়ী সংকর পালের দোকান বন্ধ করে দেয় সদর মহকুমা প্রশাসনের আনফোর্সমেন্ট টিম ।এদিন এক আধিকারিক এই সংবাদ জানান ।তিনি জানান ,খাদ্য অধিকর্তার নির্দেশে এখন থেকে রাজধানীর বাজারগুলোতে প্রতীক্ষন নজরদারি চালানো হবে। এদিন প্রশাসনিক আধিকারিক আরো জানান, শনিবার মহারাজগঞ্জ বাজারে খোলা বাজারে আলুর বিক্রয় মূল্য 38 থেকে 40 টাকা প্রতি কিলো ।অপরদিকে খোলা বাজারে প্রতি কিলো পিঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য