প্রবল বর্ষণে রাজ্যের বিভিন্ন এলাকায় নেমে আসে বন্যা, বাদ যায়নি পশ্চিম ত্রিপুরা জেলাও। এই জেলার বিভিন্ন এলাকা যেমন চন্দ্রপুর, বলদা খাল, ইন্দ্রনগর ইত্যাদি এলাকায় দেখা দেয় জলপ্লাবন। এই বন্যায় এনডিআরএফ এবং প্রশাসনের কর্মীরা যেভাবে বন্যার ফলে নিজ বাড়িতে আটকে থাকা লোকেদের উদ্ধার কাজে নেমেছেন, ঠিক তেমনিভাবে এক অসহায় মা ও তার সন্তানকে বাঁচানোর উদ্দেশ্যে ময়দানে নেমে পড়েছিল ইন্দ্রনগর কালীবাড়ি এলাকার ইন্দ্রজিৎ দে নামে এক যুবক। অসহায় মা ও তার সন্তানকে বাঁচাতে সক্ষম হলেও নিজে আর নিজ মার কাছে ফিরে আসতে পারিনি। কেননা সে সেই অসহায় মা ও তার সন্তানকে নিয়ে যে বাঁশের ভেলায় আসছিল সেখান থেকে পিছলে পড়ে যায় এবং সাঁতার না জানার ফলে সেখানেই জলে ডুবে মৃত্যু হয় তার। শনিবার সেই বীর সন্তানের পরিবারে যান ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা। এদিন বিধায়ক প্রয়াত ইন্দ্রজিৎ দের পরিবারের সাথে কথা বলেন এবং পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তার পাশাপাশি এই অসহায় পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য প্রদান করা হয় কংগ্রেস সভাপতি পক্ষ থেকে বলে জানান, পাশাপাশি ছেলেকে তো আর ফিরিয়ে দিতে পারব না কিন্তু এই সংকটময় মুহূর্তে পরিবারটি সাথে রয়েছি! এই বার্তা দেওয়ার জন্যই এখানে আসা বলে জানান তিনি। ইন্দ্রজিৎ দের এই অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।