Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হলো ৩৩ তম মনিপুরী মাতৃভাষা দিবস

যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হলো ৩৩ তম মনিপুরী মাতৃভাষা দিবস

মঙ্গলবার যথাযথ মর্যাদায় ৩৩তম মণিপুরী ভাষা দিবস পালিত হল মুক্তধারা অডিটরিয়ম হলে।২০ আগস্ট, ১৯৯২ তারিখে ভারতীয় সংবিধানের ৮ ম তফসিলে মণিপুরী ভাষা অন্তর্ভুক্তির স্মরণে এই দিনটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগম এর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, উচ্চশিক্ষা অধিকতা এন সি শমা, সভাপতি, এল বীর মঙ্গল সিং সহ অন্যানরা।অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে সভাপতি বলেন যে মণিপুরের জনগণের সংগ্রামের পর মণিপুরী ভাষা ভারতীয় সংবিধানের ৮ তম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি বলেছিলেন যে মণিপুরী ভাষা ভারতের সংবিধানের অধীনে 14টি ভাষার মধ্যে ছিল না। জনগণের আন্দোলনের পর কিছু ভারতীয় ভাষার সাথে মণিপুরী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। ভাষাটি অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মণিপুরী ভাষা অধ্যয়ন করা হচ্ছে বলে। তাছাড়া মণিপুরীদের শুধু ভাষা নই সংস্কৃতির দিকেও সম্পূর্ণ আলাদা এবং এদের একটি আদব কায়দা রয়েছে সেদিকে লক্ষ্য রেখেই এই জাতিগুষ্ঠি এগিয়ে চলেছে এবং শুধু ভাষাগত নই ভারতবর্ষের বিভিন্ন জাতিগুষ্ঠির নৃত্যের মধ্যে মনিপুরী নৃত্যও স্থান পেয়েছে যার জন্যে এই সমাজ গর্বিত। এদিনের অনুষ্ঠানে মনিপুরী (মেইতেই ) সম্প্রদায়ের লোকেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য