জমি কেনা বেচা সংক্রান্ত সমস্যা দূরীকরণের লক্ষ্যে জাতীয় স্তরের একটি পদ্ধতি চালু করা হয়েছে, ।এটি হল জাতীয় জেনেরিক নথি নিবন্ধন প্রক্রিয়া ।মঙ্গলবার রাজস্ব দপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা।
জমি সংক্রান্ত বিষয়ে যাবতীয় জটিলতা দূরীকরণের লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার একটি সিস্টেম বা প্রক্রিয়া চালু করেছে। এর নাম ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম বা জাতীয় জেনেরিক নথি নিবন্ধন প্রক্রিয়া ।সম্পত্তি এবং নথি নিবন্ধনের জন্য এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং সরল ।সংশ্লিষ্ট প্রক্রিয়াটি নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে এক কর্মশালার আয়োজন করে রাজ্য সরকারের রাজস্ব দপ্তর। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব এনজিডিআরএস বা ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের উপকারিতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন ।তিনি বলেন, আগামী প্রজন্মের জন্যই জমি সংক্রান্ত বিষয়গুলি সরলীকরণ প্রয়োজন এবং এর জন্যই এনজিডিআরএস প্রক্রিয়া চালু করা হয়েছে ।এই প্রক্রিয়াটি নাগরিকদের অনলাইনের মাধ্যমে জমি ক্রয় বা বিক্রয়ে বিশেষভাবে সাহায্য করবে ।মুখ্য সচিব আরো জানান ,রাজ্যে এই প্রকল্পটি সফল করে তুলতে সকল স্তরের আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন,এমনটাই আশা করেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে এনজিডিআরএস প্রক্রিয়াটি সঠিক সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে নাগরিকদের বিভিন্ন সুবিধা প্রদান করবে। নাগরিকরা কি ধরনের জমি ক্রয় বা বিক্রয় করতে পারবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে এই প্রক্রিয়াটি বিশেষ ভূমিকা নেবে । এই প্রক্রিয়াটি শুধুমাত্র নাগরিকদের জন্যই উপকারী তা নয় ,এই প্রক্রিয়া সংশ্লিষ্ট আধিকারিকদের কাজের ক্ষেত্রেও বিশেষ সহায়ক হবে।