চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রাজধানীর নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ ।ধৃত অভিযুক্তরা নন্দননগর কোয়াটার চৌমুহনী বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের চালচলন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা বিষয়টি এনসিসি থানায় জানান। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ নন্দননগর কোয়াটার চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা বাংলাদেশী নাগরিক। ধৃতরা হলো আব্দুল কালাম, কামরুল জামান ,নবীর হোসেন এবং মোঃ জুবায়ের। ধৃত বাংলাদেশীদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে তোলা হয় ।এদিন নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।