Wednesday, November 20, 2024
বাড়িখবররাজ্যবাংলাদেশে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানালো আগরতলা প্রেস ক্লাব

বাংলাদেশে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানালো আগরতলা প্রেস ক্লাব

বাংলাদেশের চলমান অস্থিরতায় সাংবাদিকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে গর্জে উঠল আগরতলা প্রেসক্লাব ।রবিবার ক্লাবের সদস্যরা আগরতলা প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে অবিলম্বে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বন্ধের দাবি জানান।

কোটা বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।এই অস্থির পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত সমাজদ্রোহীদের হাতে পাঁচ জন সাংবাদিক নিহত হন। আহত হন ১০০ জনেরও বেশি সাংবাদিক ।বাংলাদেশে সাংবাদিকদের উপর এই ধরনের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আগরতলা প্রেসক্লাব ।রবিবার আগরতলা প্রেসক্লাবের সদস্যরা প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, রাজ্যের বিষিষ্ট সাংবাদিক সুবল কুমার দে সহ আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা ।এই কর্মসূচি প্রসঙ্গে জানাতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান ,পেশাগত দায়িত্ব পালনের স্বার্থেই বাংলাদেশের অস্থির পরিস্থিতি সংবাদ সংগ্রহ করতে গিয়েদুস্কৃতিকিরীদের হাতে পাঁচ জন সাংবাদিক খুন হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি সাংবাদিক ।সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণের ঘটনা প্রমাণ করে মানুষের তথ্য জানার অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে।সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। পাশাপাশি অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার দাবি জানান তিনি। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে আগতলা প্রেসক্লাবে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আরো বলেন, ইতিমধ্যেই সাংবাদিকদের একাধিক আন্তর্জাতিক সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ না হলে পরে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনগুলো বিশ্বব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য