বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার মুক্তধারা হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস দল সবসময় জনজাতি অংশের মানুষের কথা চিন্তা করে রাজ্যের প্রচলিত দ্বিতীয় ভাষা ককবরককে রোমান হরফের লেখার সুযোগ করে দেওয়ার পক্ষে রয়েছে। বর্তমান সরকার জনজাতি অংশের মানুষের দাবীকে উপেক্ষা করে রোমান হরফের পরিবর্তে বাংলা হরফে ককবরক ভাষা চাপিয়ে দিতে চাইছে। তাই এদিনের কর্মসূচি মঞ্চ থেকে সরকারের কাছে দাবি করেন সরকার যেন দ্রুত ককবরক ভাষাকে রোমান হরফে চালু করে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস দলের নেতা কর্মীরা এদিনের এই কর্মসূচিতে যোগদান করেন।