২০২৩ সালের ২৩ শে আগস্ট দেশের একটি অন্যতম মহান দিন ।এই দিনে চন্দ্রযান-৩ চাদের দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে সফলভাবে অবতরণ করে। চন্দ্রযান-৩ মিশন সাফল্যের জন্য ২৩ আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর সারা দেশে প্রথম বার জাতীয় মহাকাশ দিবস পালিত হবে ।এই উপলক্ষেই শুক্রবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা ,বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব কে শশী কুমার সহ অন্যান্যরা। এদিন এই জাতীয় মহাকাশ দিবস উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন,এই দিনটি দেশ এবং দেশবাসী কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ।এই দিনেই বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতের মহাকাশ যান চাঁদের মাটিতে সফলভাবে পদার্পণ করেছে। শুধু তাই নয় ,চাদের যে পৃষ্ঠে পৃথিবীর কোন মহাকাশযান যেতে পারিনি সেখানেই বিজয় পতাকা উড়িয়েছে isro’র চন্দ্রযান-৩ মহাকাশযান ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটিকে প্রতিবছর জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন ।আগামী ২৩ আগস্ট দিল্লিতে এর জাতীয় ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই প্রজ্ঞা ভবনে শুক্রবার এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বলে জানান রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব কে শশী কুমার ।এই অনুষ্ঠানটি ইন্ডিয়ান পেস রিসার্চ অর্গানাইজেশন ,নর্থ ইস্টার্ন পেস এপ্লিকেশন সেন্টার ,ত্রিপুরা পেস এপ্লিকেশন সেন্টার এবং ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।