বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে প্রবেশ করে, পার্লামেন্ট ভবনে আক্রমণ করে তালিবানি কায়দায় যে ধরনের জিনিস সামাজিক মাধ্যমে উঠে এসেছে তা কোনভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বাংলাদেশকে কখনো ভিন্ন দেশ হিসেবে ভাবা হতো না।এই দেশকে বরাবরই নিজের মনে করা হতো। বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশে যা ঘটেছে তা খুবই অনভিপ্রেত, দুঃখজনক। মন্ত্রী বলেন,বাংলাদেশকে কখনো ভিন্ন দেশ হিসেবে ভাবা হতো না।এই দেশকে বরাবরই নিজের মনে করা হতো। কাঁটাতারের বেড়া দুটি দেশকে আলাদা করলেও মানসিক ও আত্মিক দিক থেকে এক ও অভিন্ন। তিনি বলেন সম্প্রতি বাংলাদেশের ঘটনাকে সমর্থন করা যায় না। এই ঘটনার নিন্দা ও ধিক্কার জানান তিনি। বাঙালী সম্পর্কে একটা নেতিবাচক বার্তা সারা বিষের সামনে প্রদান করা হয়েছে।এর থেকে উঠে আসা অনেক কষ্টকর হবে। বাংলা জাতিকে অনেক পেছনে ফেলে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। যা কিনা প্রতিক্রিয়াশীল শক্তি করেছে।