মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করলো পুলিস ও বি এস এফ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার মধ্য চারিপাড়া এলাকা থেকে আগরতলা জি আর পি থানা, আমতলী থানা ও বি এস এফ মিলে তাকে জালে তুলে। ধৃতের নাম রূপণ মিয়া। মধ্য চারিপাড়া এলাকায় তাঁর বাড়ি। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান, পুরনো একটি মামলা রূপণ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশী নাগরিকদের অবৈধ ভাবে সীমান্ত পাচারের কাজে যুক্ত ধৃত ব্যক্তি। তাকে শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। অভিযোগ প্রায়শই দালালের মাধ্যমে বহু বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছে। বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে এরা আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে।