অবৈধভাবে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক। পুলিসের জালে দুই বাংলাদেশী সহ এক ভারতীয় দালালও। গোপন খবরের ভিত্তিতে পুলিস জানতে পারে গাবতলী বলাই দাসের বাড়িতে দুইজন বাংলাদেশী নাগরিক অবস্থান করছে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিস অভিযান চালায় শুক্রবার রাতে। সেই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এক মহিলা সহ দুইজন বাংলাদেশীকে।ধৃতরা হলেন শেখ করিম, আফসানা আক্তার। অভিযোগ অবৈধভাবে তারা প্রবেশ করেছে। পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক বলাই দাস ও তাদের পারাপারে সাহায্য করার অভিযোগে সজল সরকার নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিস। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করেছে রিমান্ডের আবেদন জানিয়ে আমতলী থানার পুলিস।