ফের ২৩ বাংলাদেশী নাগরিক আটক আগরতলা রেলস্টেশনে। রবিবার পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে সোপর্দ করে জি আর পি থানার পুলিস। সীমান্ত পেরিয়ে বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অব্যাহত। অভিযোগ প্রায়শই সীমান্ত ডিঙ্গিয়ে তারা ভারতে প্রবেশ করছে দালালদের মাধ্যমে। অভিযোগ এর পরে ট্রেনে করে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে। তবে অনেক সময়ই আগরতলা রেল স্টেশনে তারা ধরা পরে যাচ্ছে জি আর পি, আর পি এফের হাতে। শনিবার ফের বিকেলে গোপন খবরের ভিত্তিতে ২৩ জন অবৈধ ভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়। গোপন খবরের ভিত্তিতে জি আর পি, বি এস এফের গোয়েন্দা শাখা ও জি আরপি উত পেতে থাকে স্টেশনের বিভিন্ন প্রবেশ পথে। তখনই কিছু লোকজনকে দেখে তাদের সন্দেহ হওয়ায় আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করে অবৈধ ভাবে ভারতে প্রবেশের কথা। ধৃতরা জানায় কাজের জন্য চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল। ক্রমাগত অবৈধ ভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। দাবি উঠছে সীমান্তে বি এস এফের আরও কড়া নজরদারি বাড়ানোর।