Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যবিভিন্ন রাজনৈতিক দলের তরফে জমা পড়া ৪৭ টি মনোনয়নপত্রই বৈধ - ডঃ...

বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জমা পড়া ৪৭ টি মনোনয়নপত্রই বৈধ – ডঃ বিশাল কুমার

ত্রি-স্তর পঞ্চায়েতের মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা শেষ হয় বৃহস্পতিবার। শুক্রবার হয় মনোনয়নপত্র গুলি পরীক্ষা। পশ্চিম জিলা পরিষদের ১৭ আসনের জন্য দাখিল হওয়া মনোনয়ন পত্র গুলির স্ক্রুটিনি হয় এদিন পশ্চিম জেলা শসাকের অফিসে।ভারতীয় জনতা পার্টি, সিপিএম ও কংগ্রেসের তরফে জমা পড়া ৪৭ টি মনোনয়নপত্রই বৈধ বলে জানান রিটার্নিং অফিসার তথা জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি জানান বিজেপি ও সিপিএম ১৭ আসনেই মনোনয়ন পত্র জমা দেয়। আর কংগ্রেস ১৩ আসনে। জেলাশাসক জানান, ২২ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এর পরেই বোঝা যাবে কতজন লড়াইয়ে রয়েছেন। তবে তিনি আশা প্রকাশ করেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ভোট গ্রহণ। আইন-শৃঙ্খলা রক্ষায় থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ৩ কোম্পানি সি আর পি এফ এসেছে। আর ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন রাজ্য পুলিস ও টি এস আর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য