প্রয়াত প্রবীণ সিপিএম নেতা সমীর চক্রবর্তী বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজধানীর জগহরিমুড়া বাড়িতে গিয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান। কথা বলেন পরিবার পরিজনদের সঙ্গে। সমবেদনা জানান তাদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্র শেখর দে সহ অন্যরা।প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান, প্রয়াত সমীর চক্রবর্তীর সঙ্গে উনার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক ছিল। উনার চেম্বারেও যেতেন সমীর চক্রবর্তী। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য সমীর চক্রবর্তী। শুক্রবার প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হয়।ছাত্র আন্দোলন দিয়েই বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়েছিলেন সমীর চক্রবর্তী।